IQNA

১০ জন ক্বারির প্রতিযোগিতার মাধ্যমে  ৩৮তম আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী 

21:44 - March 02, 2022
সংবাদ: 3471507
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানে ৩৮তম আন্তর্জাতিক পবিত্র কুরআন রআন প্রতিযোগিতার অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় ৩৮তম আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

১০ জন ক্বারি প্রতিযোগিতার মাধ্যমে  ৩৮তম আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী উদ্বোধনের পর ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশের ১০ জন ক্বারি একে অপরের সাথে প্রতিযোগিতা করেন।

 
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওয়াকফ ও জনকল্যাণ সংস্থার প্রধান হুজ্জাতুল ইসলাম সৈয়্যেদ মেহেদী খামুশি এর উপস্থিতিতে ইমাম পরিষদের চেয়ারম্যান জনাব হুজ্জাতুল ইসলাম আলী আকবরী আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতার উদ্বোধন করেন। 
 
পবিত্র কুরআন মানব জাতির হেদায়েত, কল্যাণ, শান্তি ও পরকালীন মুক্তির নির্দেশনা। প্রিয়নবী (সা.) ছিলেন এ পবিত্র গ্রন্থের প্রথম তিলাওয়াতকারী ও মহান শিক্ষক। এ পবিত্র কোরআনের তিলাওয়াত মানুষের আত্মশুদ্ধি ঘটায় এবং তাদেরকে মানুষ হিসেবে উচ্চতর মর্যাদায় আসীন করেন। তাই বিশ্বের তরুণ ও যুব সমাজকে বেশি বেশি পবিত্র কুরআন তিলাওয়াত ও অধ্যয়নে মনোযোগী হতে হবে। iqna
 
 
captcha